শনিবার, ২৭ আগস্ট, ২০১১

না কবিতা::: কালের আবর্তে আমি , javamail, cron

একটি কবিতা লিখলাম------"না কবিতা::: কালের আবর্তে আমি "

javamail: The API of java to send mailby accessing the service of mail server.
Java code has been designed to send mail using javamail. Post at Paulsoftech

cron: part of Google Web engine. cron helps to perform scheduled work defined at the cron.xml file.
cron in detail

নতুন যা শিখলাম- যাত্রা শুভ হউক

একটি নতুন চিন্তা মাথায় অনেক দিন ধরেই আসছিল, কিন্তু করা হচ্ছিল না। এখন করব। তেমন কিছু না, শুধু মাত্র একটি নতুন পদক্ষেপ।
আমরা প্রতিনিয়ত নতুন কিছু শিখি প্রত্যেকেই। কিন্তু সবাই ভুলে যায় কবে কি শিখলাম; এমনকি অনেক শিক্ষা আমরা নিই, কিন্তু সেটা শিক্ষা মনে হয় না। এখন থেকে কোন দিন কোন নতুন কিছু জানলে বা শিখলেই সেটা 'নতুন যা শিখলাম' ট্যাগের মধ্য নোট করে রাখার চেষ্টা করব।

শুক্রবার, ২৬ আগস্ট, ২০১১

নষ্ট ছুটির দিন

প্রতিটি ছুটির দিনই একই ভাবে নষ্ট হচ্ছে। খুব দু:চিন্তায় আছি এটা নিয়ে। ছুটির আগের রাতে ঘুম আসে না, ানেক রাতে ঘুমাই। আর ছুটির দিনে ঘুম থেকে উঠি মধ্য দুপুরে। একটি মানুষ সদৃশ প্রানীর জীবন এভাবে চলতে লাগলে তো সামনে ঘোর তিমিরাচ্ছন্ন। দিন গুলো প্রতি নিয়ত নষ্ট হচ্ছে। পতিটা ছুটির রাতে মনে হয়, সামনের দিন থেকে আর এরাকম করব না, কিন্তু আমি ব্যর্থ। নিতের এই পঁচে য়াওয়া নিয়ে খুব ি ক্ষট হয়। কাজের কাজ কিছু করা হচ্ছে না। পড়াশোনাও করি না যেটা ক্রমশ দূরে চলে যাচ্ছে।কি করব আমি, সেটা আমার বোধগম্য হচ্ছে না। প্রভু ানুগ্রহ করে আমাকে সঠিক পথে চালনা কর। আমি আর পাচ্ছি না

শনিবার, ১৩ আগস্ট, ২০১১

মিশুক মুনীর, জানি আপনার কাছে কখনও এটা পৌছাবে না

আমার সময়টা কেমন যাবে, সেটার খবরাখবর আমি একটু আগে থেকে নিতে ভালোবাসি। আর এজন্য আমি সব সময় রাশীফল বিশ্বাস করি প্রচন্ড ভাবে। আর কারোর সাথে এটা খুব বেশী না খাটলেও, আমার সাথে একটু বেশীই মেলে। গত একমাস আগে আমি দেখেছিলাম, চলতি দু'মাস আমি পরিচিত কারোর আকস্মিক মৃত্যু সংবাদ পাবো। একটা যথারীতি পেয়ে গেছি ২ সপ্তাহ আগে; আরেকটা পেলাম। আপনার মৃত্যু সংবাদ টি শুধু দেশ নয়, গোটা বিশ্বের কাছে একটি গুরুত্ত্বপূর্ণ সংবাদ। কিন্তু আমার কাছে এটি খুব একটি সাধারণ পর্যায়ের নয়।
অফিসের কাজের পাশাপাশি যে কাজটি আমি খুব ভালোভাবে করি সেটা হল, নিয়মিত টেলিভীশন দেখা। আর এটিএন নিউজ আমার সারা দিনের সংগী। জানি না, কেন এত ভালো লাগে। টেলিভিশন টির সুবাদে আপনার সৃষ্টিকর্ম সব সময় দেখবার পাশাপাশি, আপনাকেও কয়েকবার দেখার সুযোগ হয়েছিল। এবং শুধু দর্শন মাত্রই আমার ধারণা হয়েছিল, আপনি একজন কাজ পাগল ও সৃষ্টিশীল মানুষ বাদে অন্য কিছুই হতে পারেন না। আপনার চোখেই আমার মত সাধারণ দর্শক টেলিভিশনের মাধ্যমে গোটা সমাজ কে দেখি। সেই চোখ দুটো আমরা হারালাম। জানি না আর কখনও আপনার মত চোখ পাবো কিনা, যেখানে আমার মত মানুষের চোখ মিলিয়ে নিতে পারবে। আপনার আরো কিছু পরিচয়, জানতে পারলাম আপনি ও পারে চলে যাবার পর। সবাই হয়ত আপনাকে চিনবে না, কিন্তু বাংলাদেশের আপামর মানুষ স্বীকার করবে একুশে'র সংবাদের কথা, তার সুপরিচিতির কথা। তারা যদি শুনতে পান, যে তার পিছনের মানুষ তাদের ছেড়ে অনেক দূরে চলে গেছেন। তারা শুধু আপশোস করবে না, করবে বিলাপ। সেই বিলাপ হবে মানুষের অন্তেরের অন্তরস্থলে।

শনিবার, ৩০ জুলাই, ২০১১

প্রথম থিয়েটার অভিজ্ঞতা , মঞ্চ নাটক- খনা

আজ প্রথম সশরীরে মঞ্চে গিয়ে একটি নাটক দেখলাম। প্রথম অভিজ্ঞতা টি এত ভালো হবে আশা করতে পারছিলাম না। সঙ্গে ছিল আমার এক প্রিয় মানুষ, সহকর্মী ও বড় ভাই মুক্তার ভাই। অনেক দিন ধরেই আলোচনা চলছিল, দেখতে যাবো দুজনের সময় এক হচ্ছিল না।আজ এক করে ফেললাম। স্পটে উপস্হিত হয়ে একটু খারাপ ই লাগছিল কারণ আমাদের পছন্দ করবার কোন অবকাশ ছিল না। আজ একটি নাটকই মঞ্চায়িত হবার কথা ছিল; সূতরং ওটা বাদে আর কোন বিকল্প নাি। অবশেষে, গমন ও এক অদ্ভুত অভিজ্ঞতা আহরণ। অভিনয় আমাকে মুগ্ধ করেছে, সাথে সাথে কাহিনী। নিজেকে কেমন যেন মনে হচ্ছিল, বর্তমান আর অতীত কেমন যেন, আমার দর্শক চেয়ার ও মঞ্চের মতই পাশা পাশি অবস্হান করছে। মঞ্চের গঠন শৈলীতে ছিল বিশেষত্ত্ব। আবার যাবো খুব তাড়াতাড়ি। কবে সেটাই শুধু পরিকল্পনার বিষয়

শনিবার, ১৪ মে, ২০১১

অনুরোধ, শিক্ষা, স্বীকৃতি ও শততম পোস্ট

প্রথমেই আমার একমাত্র প্রভুর প্রতি অনুরোধ রইল, তিনি যেন আমাকে তার প্রতি আরো বিশ্বাস ও ভক্তি দেন।
এটি এই বল্গের শততম পোস্ট; ভাবতে ভালো লাগছে এটা ভেবে যে মেঘে মেঘে কম বেলা হল না!!
আর তার থেকে বেশী ভালো লাগছে, আজ একটি অন্তরস্থলের আনন্দ নিয়ে লিখতে বসেছি, হয়ত পুরো অন্তরস্থল জুড়ে আনন্দটি না; কিন্তু অনেকটা জুড়ে।

জীবনের দীর্ঘতম চ্যাট করলাম গতকাল, আজও হয়েছে কিছুটা। সব চ্যাটের মত অহেতুক আর নিস্ফল নয় এটি। এর মাধ্যমে সম্পাদিত হয়েছে ছোট কিন্তু জনগুরুত্বপূর্ণ একটি সমস্যার। কর্মজীবনের এটি আমার একটি গুরুত্ত্বপূর্ণ প্রাপ্তি। একটি উল্লেখযোগ্য শিক্ষা; পাশাপাশি হতে পারে একটি ছোট্ট স্বীকৃতি।

প্রভুকে ধন্যবাদ, একটি সুন্দর পরিবেশ করে দেবার জন্য কাজটি আমাকে দিয়ে সম্পাদিত করবার জন্য। আমার আধিকারিক আমাকে উৎসাহ দিয়েছেন তার মূল্যবান সয় থেকে সময় বের করে। আমি মুখে কিছু বলতে পারি না, কিন্তু অন্তরের অন্তরস্থল থেকে তার প্রতি আমার সতেজ শুভকামনা থাকবে সবসময়।
প্রভু, তুমি আমাকে কাজের সুযোগ দিও, পুরস্কার দিবার প্রয়োজন নেই। আমি তো তোমারই অনুগ্রহে বন্দী।

শনিবার, ৭ মে, ২০১১

গুনগত মানদন্ড

কয়েকজন মানুষের মধ্যে গুনগট মান বিচারের জন্য সবার প্রথম প্রয়োজন একটি বেঞ্চমার্ক নির্ধারন করা, যার উপর নির্ভর করে সবাইকে সমদৃষ্টিতে রেখে মান বন্টন করা ও ক্রম করা। মান যেসব প্রশ্নের উপর নির্ভর করে করা হয় সেটি প্রকৃত পক্ষে কতটা উপয়ুক্ত প্রশ্ন সেটির মান যাচাই করা সবার কাজ নয়। আমরা ইচ্ছামত কয়েকটি প্রশ্ন ঠিক করলাম আর তার উপর ভিত্তি করে স্টান্ডার্ড যাচাই করা শুরু করলাম, কাজ টা অতটা সহজ না। সটিক বিচারের জন্য যে প্রশ্নগুলো ঠিক করতে হবে, সে গুলি হবে শত প্রশ্নের মধ্যে থেকে উঠে আসা উপযুক্ত প্রশ্ন।
আমি কোন শ্রেনীতে উর্ত্তীর্ন হয়েছি এটি যেমন একটি গুরুত্ত্বপূর্ন প্রশ্ন হতে পারে, পাশাপাশি আমি কোথা থেকে উর্ত্তীর্ন হয়ে এলাম এটা কম গুরুত্ত্বের প্রশ্ন নয়। সব বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পদ্ধতি ও ফলাফল যাচাইয়ের কাজ এখনও একই রকম হতে পারে নি। কোন বিশ্ববিদ্যালয়ের থেকে পাস করতে ছাত্রছাত্রীদের জীবনের দফারফা সেড়ে যায়; আর কেই বা শুডুমাত্র ক্লাসটেস্ট নামক বস্তুর উপর ভর করেই তর পেয়ে যায়। সর্বোপরি য়েটা প্রয়োজন সেটা হল, বিচারকর্তার সততা।
সবই একমাত্র একজনই করে, বাকী সবাই অছিলামাত্র