শনিবার, ৭ মে, ২০১১

গুনগত মানদন্ড

কয়েকজন মানুষের মধ্যে গুনগট মান বিচারের জন্য সবার প্রথম প্রয়োজন একটি বেঞ্চমার্ক নির্ধারন করা, যার উপর নির্ভর করে সবাইকে সমদৃষ্টিতে রেখে মান বন্টন করা ও ক্রম করা। মান যেসব প্রশ্নের উপর নির্ভর করে করা হয় সেটি প্রকৃত পক্ষে কতটা উপয়ুক্ত প্রশ্ন সেটির মান যাচাই করা সবার কাজ নয়। আমরা ইচ্ছামত কয়েকটি প্রশ্ন ঠিক করলাম আর তার উপর ভিত্তি করে স্টান্ডার্ড যাচাই করা শুরু করলাম, কাজ টা অতটা সহজ না। সটিক বিচারের জন্য যে প্রশ্নগুলো ঠিক করতে হবে, সে গুলি হবে শত প্রশ্নের মধ্যে থেকে উঠে আসা উপযুক্ত প্রশ্ন।
আমি কোন শ্রেনীতে উর্ত্তীর্ন হয়েছি এটি যেমন একটি গুরুত্ত্বপূর্ন প্রশ্ন হতে পারে, পাশাপাশি আমি কোথা থেকে উর্ত্তীর্ন হয়ে এলাম এটা কম গুরুত্ত্বের প্রশ্ন নয়। সব বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পদ্ধতি ও ফলাফল যাচাইয়ের কাজ এখনও একই রকম হতে পারে নি। কোন বিশ্ববিদ্যালয়ের থেকে পাস করতে ছাত্রছাত্রীদের জীবনের দফারফা সেড়ে যায়; আর কেই বা শুডুমাত্র ক্লাসটেস্ট নামক বস্তুর উপর ভর করেই তর পেয়ে যায়। সর্বোপরি য়েটা প্রয়োজন সেটা হল, বিচারকর্তার সততা।
সবই একমাত্র একজনই করে, বাকী সবাই অছিলামাত্র

কোন মন্তব্য নেই: