শনিবার, ৩০ জুলাই, ২০১১

প্রথম থিয়েটার অভিজ্ঞতা , মঞ্চ নাটক- খনা

আজ প্রথম সশরীরে মঞ্চে গিয়ে একটি নাটক দেখলাম। প্রথম অভিজ্ঞতা টি এত ভালো হবে আশা করতে পারছিলাম না। সঙ্গে ছিল আমার এক প্রিয় মানুষ, সহকর্মী ও বড় ভাই মুক্তার ভাই। অনেক দিন ধরেই আলোচনা চলছিল, দেখতে যাবো দুজনের সময় এক হচ্ছিল না।আজ এক করে ফেললাম। স্পটে উপস্হিত হয়ে একটু খারাপ ই লাগছিল কারণ আমাদের পছন্দ করবার কোন অবকাশ ছিল না। আজ একটি নাটকই মঞ্চায়িত হবার কথা ছিল; সূতরং ওটা বাদে আর কোন বিকল্প নাি। অবশেষে, গমন ও এক অদ্ভুত অভিজ্ঞতা আহরণ। অভিনয় আমাকে মুগ্ধ করেছে, সাথে সাথে কাহিনী। নিজেকে কেমন যেন মনে হচ্ছিল, বর্তমান আর অতীত কেমন যেন, আমার দর্শক চেয়ার ও মঞ্চের মতই পাশা পাশি অবস্হান করছে। মঞ্চের গঠন শৈলীতে ছিল বিশেষত্ত্ব। আবার যাবো খুব তাড়াতাড়ি। কবে সেটাই শুধু পরিকল্পনার বিষয়