শুক্রবার, ২৬ আগস্ট, ২০১১

নষ্ট ছুটির দিন

প্রতিটি ছুটির দিনই একই ভাবে নষ্ট হচ্ছে। খুব দু:চিন্তায় আছি এটা নিয়ে। ছুটির আগের রাতে ঘুম আসে না, ানেক রাতে ঘুমাই। আর ছুটির দিনে ঘুম থেকে উঠি মধ্য দুপুরে। একটি মানুষ সদৃশ প্রানীর জীবন এভাবে চলতে লাগলে তো সামনে ঘোর তিমিরাচ্ছন্ন। দিন গুলো প্রতি নিয়ত নষ্ট হচ্ছে। পতিটা ছুটির রাতে মনে হয়, সামনের দিন থেকে আর এরাকম করব না, কিন্তু আমি ব্যর্থ। নিতের এই পঁচে য়াওয়া নিয়ে খুব ি ক্ষট হয়। কাজের কাজ কিছু করা হচ্ছে না। পড়াশোনাও করি না যেটা ক্রমশ দূরে চলে যাচ্ছে।কি করব আমি, সেটা আমার বোধগম্য হচ্ছে না। প্রভু ানুগ্রহ করে আমাকে সঠিক পথে চালনা কর। আমি আর পাচ্ছি না

কোন মন্তব্য নেই: