শনিবার, ১৪ মে, ২০১১

অনুরোধ, শিক্ষা, স্বীকৃতি ও শততম পোস্ট

প্রথমেই আমার একমাত্র প্রভুর প্রতি অনুরোধ রইল, তিনি যেন আমাকে তার প্রতি আরো বিশ্বাস ও ভক্তি দেন।
এটি এই বল্গের শততম পোস্ট; ভাবতে ভালো লাগছে এটা ভেবে যে মেঘে মেঘে কম বেলা হল না!!
আর তার থেকে বেশী ভালো লাগছে, আজ একটি অন্তরস্থলের আনন্দ নিয়ে লিখতে বসেছি, হয়ত পুরো অন্তরস্থল জুড়ে আনন্দটি না; কিন্তু অনেকটা জুড়ে।

জীবনের দীর্ঘতম চ্যাট করলাম গতকাল, আজও হয়েছে কিছুটা। সব চ্যাটের মত অহেতুক আর নিস্ফল নয় এটি। এর মাধ্যমে সম্পাদিত হয়েছে ছোট কিন্তু জনগুরুত্বপূর্ণ একটি সমস্যার। কর্মজীবনের এটি আমার একটি গুরুত্ত্বপূর্ণ প্রাপ্তি। একটি উল্লেখযোগ্য শিক্ষা; পাশাপাশি হতে পারে একটি ছোট্ট স্বীকৃতি।

প্রভুকে ধন্যবাদ, একটি সুন্দর পরিবেশ করে দেবার জন্য কাজটি আমাকে দিয়ে সম্পাদিত করবার জন্য। আমার আধিকারিক আমাকে উৎসাহ দিয়েছেন তার মূল্যবান সয় থেকে সময় বের করে। আমি মুখে কিছু বলতে পারি না, কিন্তু অন্তরের অন্তরস্থল থেকে তার প্রতি আমার সতেজ শুভকামনা থাকবে সবসময়।
প্রভু, তুমি আমাকে কাজের সুযোগ দিও, পুরস্কার দিবার প্রয়োজন নেই। আমি তো তোমারই অনুগ্রহে বন্দী।

শনিবার, ৭ মে, ২০১১

গুনগত মানদন্ড

কয়েকজন মানুষের মধ্যে গুনগট মান বিচারের জন্য সবার প্রথম প্রয়োজন একটি বেঞ্চমার্ক নির্ধারন করা, যার উপর নির্ভর করে সবাইকে সমদৃষ্টিতে রেখে মান বন্টন করা ও ক্রম করা। মান যেসব প্রশ্নের উপর নির্ভর করে করা হয় সেটি প্রকৃত পক্ষে কতটা উপয়ুক্ত প্রশ্ন সেটির মান যাচাই করা সবার কাজ নয়। আমরা ইচ্ছামত কয়েকটি প্রশ্ন ঠিক করলাম আর তার উপর ভিত্তি করে স্টান্ডার্ড যাচাই করা শুরু করলাম, কাজ টা অতটা সহজ না। সটিক বিচারের জন্য যে প্রশ্নগুলো ঠিক করতে হবে, সে গুলি হবে শত প্রশ্নের মধ্যে থেকে উঠে আসা উপযুক্ত প্রশ্ন।
আমি কোন শ্রেনীতে উর্ত্তীর্ন হয়েছি এটি যেমন একটি গুরুত্ত্বপূর্ন প্রশ্ন হতে পারে, পাশাপাশি আমি কোথা থেকে উর্ত্তীর্ন হয়ে এলাম এটা কম গুরুত্ত্বের প্রশ্ন নয়। সব বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পদ্ধতি ও ফলাফল যাচাইয়ের কাজ এখনও একই রকম হতে পারে নি। কোন বিশ্ববিদ্যালয়ের থেকে পাস করতে ছাত্রছাত্রীদের জীবনের দফারফা সেড়ে যায়; আর কেই বা শুডুমাত্র ক্লাসটেস্ট নামক বস্তুর উপর ভর করেই তর পেয়ে যায়। সর্বোপরি য়েটা প্রয়োজন সেটা হল, বিচারকর্তার সততা।
সবই একমাত্র একজনই করে, বাকী সবাই অছিলামাত্র

শুক্রবার, ৬ মে, ২০১১

মান বিচার ও স্বকীয়তা

মানুষের গুনগত মান বিচারের ক্ষেত্রে তুলনামূলক বিচার কতটা কার্যকরী সেটা বারংবার ভেবে তার পর যেকোন সিদ্বান্ত নেয়া উচিত। কিন্তু সব কিছুতো আর ভালো মানুষের মর্জিমত চলেনা। চলে তাদের মর্জিমত যারা ব্যবস্থাটা খুব সুন্দর ও তৈলময় ভাবে করতে পারে।
খাঁটি গরুর দুধ কিংবা প্রকৃত যানীর নারিকেল তেলও, বর্তমান সময়ের বিজ্ঞাপন নির্ভর তিব্বত কিংবা গন্ধরাজ নারিকেল তেলের নিকট পারজিত হবে।
তারপরেও ভালো লাগে, ছোটবেলা থেকে সবসময়ই আমার খুব আগ্রহ স্বকীয়তার প্রতি। ঈশ্বর আমার ইচ্ছাপূরনের বিষয়ে কখনও কমতি রাখেনা। আমি কঠিনভাবে এটা বিশ্বাস করি ও হৃদয়ে ধারণ করি। এবারোও তার বিচ্যুতি ঘটেনি। তিনিই তো সব, তিনি যা দিয়াবেন মানুষরুপী প্রানীরাতো সেটাই দিতে পারবে, বেশী বা কম আর কোনটাই নয়। হয়ত এখানেও ঈশ্বরের কোন অভিস্বন্ধি আছে, যা বুছতে পারবো হয়ত বা আরো কিছু সময় পরে।