শুক্রবার, ৬ মে, ২০১১

মান বিচার ও স্বকীয়তা

মানুষের গুনগত মান বিচারের ক্ষেত্রে তুলনামূলক বিচার কতটা কার্যকরী সেটা বারংবার ভেবে তার পর যেকোন সিদ্বান্ত নেয়া উচিত। কিন্তু সব কিছুতো আর ভালো মানুষের মর্জিমত চলেনা। চলে তাদের মর্জিমত যারা ব্যবস্থাটা খুব সুন্দর ও তৈলময় ভাবে করতে পারে।
খাঁটি গরুর দুধ কিংবা প্রকৃত যানীর নারিকেল তেলও, বর্তমান সময়ের বিজ্ঞাপন নির্ভর তিব্বত কিংবা গন্ধরাজ নারিকেল তেলের নিকট পারজিত হবে।
তারপরেও ভালো লাগে, ছোটবেলা থেকে সবসময়ই আমার খুব আগ্রহ স্বকীয়তার প্রতি। ঈশ্বর আমার ইচ্ছাপূরনের বিষয়ে কখনও কমতি রাখেনা। আমি কঠিনভাবে এটা বিশ্বাস করি ও হৃদয়ে ধারণ করি। এবারোও তার বিচ্যুতি ঘটেনি। তিনিই তো সব, তিনি যা দিয়াবেন মানুষরুপী প্রানীরাতো সেটাই দিতে পারবে, বেশী বা কম আর কোনটাই নয়। হয়ত এখানেও ঈশ্বরের কোন অভিস্বন্ধি আছে, যা বুছতে পারবো হয়ত বা আরো কিছু সময় পরে।

কোন মন্তব্য নেই: