শুক্রবার, ২ ডিসেম্বর, ২০১১

বিনোদিনী'র শত তম প্রদর্শনীতে আমি

কখনও নাটক দেখতে গেলে আগে থেকে পরিকল্পনা থাকে। আজ একটু আকস্মিক সিদ্বান্তে গেলাম। যদিও এই উদ্দেশ্যই প্রথম আলোর বিনোদন পৃষ্ঠাটি খুলে ছিলাম। পেয়ও গেলাম; আজ ছিল 'বিনোদিনী' নাটকের শততম প্রদর্শনী। এইজন্য আগ্রহটা একটু বেড়েই গেল। নাটক দেখি আর না দেখি শত তম প্রদর্শনী কিভাবে পালিত হয় সেটা আবশ্অই দেখা দরকার। যার হাত ধরে মঞ্চনাটক দেখার যাত্রা শুরু, মুক্তার ভাইকে সাথে না রাখলে চলবে কি করে। আবশেষে হাজির সবাই।


নাটক: বিনোদিনী
প্রযোজনা: ঢাকা থিয়েটার
নির্দশনা: নাসির উদ্দিন ইউসুফ
অভিনয়ে: শিমুল ইউসুফ

এটি একটি একক নাটক হলেও, অভিনেত্রীর একের ভিতর বহুর অভিনয় দক্ষতায় পুরোটা সময় মন্ত্রমুগ্ধের মত উপভোগ করতে হয়। শুধু অভিনয় নয়, নাটকের প্রেক্ষাপটটা দর্শকের মন কে আলোড়িত করবে। শিমুল ইউসুফের গায়কী দক্ষতা ও সুর সৃষ্টি করে এক নতুন মাত্রার। নাটকের আবহ সংগীতও পুরোটা নাটকের উপর খুব সুন্দর ভাবে প্রভাব বিস্তার করেছে। এক কথায় সন্ধ্যাটার সৌন্দর্য্যই পাল্টে যাবে যেদিন নাটক টি দেখা হবে।

কোন মন্তব্য নেই: