বুধবার, ২৯ ডিসেম্বর, ২০১০

ছেড়ে যাওয়া

আমি খুব বকবক করতে পারি, কিন্তু মনের কথা প্রকাশ করতে পারি না কথা দিয়ে। খুবই সমস্যা। আজ আমার এক প্রাণপ্রিয় সহকর্মী চলে গেল। খারাপ লাগছিল, খুব কান্নাও পাচ্ছিল; কিন্তু মনের শীতের এই সময় অত্যাধিক আদ্রতায় চোখের জলও শুকিয়ে যাবার মতন। বাস্তবতা থেকে আমার অবস্থান অনেক দুরে। আমার দুনিয়া স্বপ্নের মধ্যই বেশী ঘুরপাক খায় অনেকটা নেশাগ্রস্থ মানুষের মতন। আমিও সবসময় থাকি স্বপ্ন নেশায় বুদ হয়ে। আসলে, জীবনটা জুড়েই ত্যাগের সিড়ি; প্রতিনিয়ত আমরা ত্যাগের সঙ্গেয় থাকি। কিছু ত্যাগ না করলেও অন্তত সময় বাবাজীকে সব সময় আমরা ত্যাগ করছি। প্রতিটা ত্যাগের মধ্যে দিয়ে আমাদের শিখা উচিত, শিক্ষনটা হতে পারে বহু মাত্রিক। আসলে কোন অবস্থানই কখনও চরম নয়; সবসময় আমাদের চরমতর অবস্থানের দিকে এগুতে হবে। আমার মতো অকর্মন্য ভাষন গুলো খুবই সাহিত্যময় হয়।

কোন মন্তব্য নেই: