শনিবার, ৪ ডিসেম্বর, ২০১০

একটি মুখোশ দরকার

একটা মুখোশ আমার খুব দরকার। আসলে যাদের নেই, তাদের সবারই দরকার। মুখোশটার কাজ হবে মনের সত্য সরল কথা গুলোকে ঢেকে রেখে সবসময়ই মৃদু হাসি সম্বন্বিত মুখটাকে সবার সামনে তুলে ধরা। ভিতরের মানুষটিকে যদি কেউ সহজে দেখে ফেলে তাহলে আপনার বিপদ ঠেকাবে কে; আপনার তো আমারই মত অবস্থা- নিশ্চয়-মামা খালুর খুব অভাব। নিদেন পক্ষে আমার দেশের কর্পোরেট কালচার সেরকমেরই জানান দেয়।
পৃথিবীর অন্যতম রাষ্ট্রের কর্ণধর যখন কাজের সুন্দর পরিবেশ তৈরী করবার লক্ষ্যে একটি বন্ধুবৎসল পরিবেশ সৃষ্ঠির জন্য সদাব্যস্ত এমন ছবিও প্রযুক্তির কল্যানে মানুষের ঘরেঘরে; ঠিক তখনই চোখের সামানে দেখতে হয় সম্মান হারানোর ভয়ে দেশীয় কোন এক মেকী কর্মকর্তা ঈদের কোলাকুলি করতেও পিছপা হচ্ছে। কী আশ্চর্য্য এ দেশ, আমাদের মেকী কর্পোরেটম্যান(হনুমান)।

সবসয়ই মনে হয়, শিশুদের সবসময় 'হ্যাঁ' বলতে নেই। শিশুকে সদা 'হ্যাঁ' বলবার অভ্যাস আপাত তাকে আনন্দ দিলেও, উপযুক্ত মানুষ করলেও; কোন একদিন এজন্যই পেতে হবে তাকে দু:খ।কারণ কর্পোরেট কালচারের মানুষের প্রয়োজন নেই, প্রয়োজন দক্ষ সঙ এর।

কোন মন্তব্য নেই: