মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০০৯

বিজয়ের মাস ও আমর ভাবনা


ডিসেম্বর আসলেই সব বাঙালীর মত আমরও বিজয় চেতনাটা খুব নাড়া দেই!! ডিসেম্বর আমাদের মনে করিয়ে দেয়, আমরা স্বাধীন। ১৬ ডিসেম্বর এর পর থেকে আবার সেটা ম্লান হতে থাকে। এটাই স্বাভাবিক। কিন্তু আমার যেটা মনে হয় উন্নত জাতি হবার জন্য সবার আগে দরকার বিজয়ের এই চেতনাটা সবার মধ্যে ভালোভাবে সঞ্চারিত করা। ছোটবেলা থেকেই আমরা শিখি ভালো মুসলিম আর ভালো হিন্দু হতে। কেউ কি আমরা চাই ভালো বাঙালী হতে? মনে হয় না, আমরা বাঙালী সাজতে চাই!! বছর শেষে বাঙালী সাজার এ অভিনয় কি জানি কবে বন্ধ হবে। অপেক্ষায় রইলাম।

কোন মন্তব্য নেই: