গত ৯ই ডিসেম্বর আমি একটু পুরাতন প্রজন্ম হলাম; (অভিজ্ঞ নয়)। আমার স্ত্রীর কোল জুড়ে ( আমার কোলে এখনও সেভাবে রাজত্ত্ব কায়েক করে পারে নি) এসেছে আমাদের প্রথম সন্তান। ওর দৃষ্টি খুব প্রখর ও অনুসন্ধিস্যু। তবে একটু বেশীই কাঁদে; জানি না ভবিষ্যৎ আন্যদের কাঁদানোর কোন পরিকল্পনায় মত্ত কিনা! ওর কান্না শুনে একটি কবিতা আমার মনে পড়ে। কবিতাটির লাইন গুলো হয়ত বা পরিবর্তিত হয়েছে; কিন্তু ভাবটা খুব বেশী পরিবর্তিত হয়নি বলেই আমার ধারণা
প্রথম যেদিন তুমি এসেছিলে ভবে
কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে
এমন জীবন তুমি করিবে গঠন
মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন
আমার সন্তান আর ও মাকে নিয়ে ব্যাস্ত থাকবার কারণে ধারাবাহিক ভাবে পোস্ট গুলো দেয়া হয়নি। আস্তে আস্তে দেবার চেষ্টা করব।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন